আমাদের নিয়মিত সাহিত্য সাধনা
বর্তমান বাংলা সাহিত্যকে যারা স্বর্ণ শিখরে নিয়ে চলেছেন , সাহিত্যিক তপন বন্দ্যোপাধ্যায় তাঁদের মধ্যে অগ্রগণ্য। আমাদের বেহালার দিন প্রতিদিনের পাতায় তাঁর অক্ষরকে তিনি দিয়েছেন। আমরা ধন্য।
শুরু হল শ্রদ্ধেয় লেখকের নতুন সৃষ্টি পদ্যদিঘি । তাঁর এই সৃষ্টির শুরুতে আমরা সঙ্গী হতে পেরে গর্বিত।
পদ্যদিঘি
তপন উবাচ
-এনেছি অনেক কিছু, কী নেবে নাও।
--চেয়েছি হেমন্তসন্ধ্যার হিম হাওয়া
রাতচরা পাখিদের গান
জুঁই-শিউলির ফিসফিস
নির্জন দুপুরে ঝাউপাতায় হাওয়ার শিস
চাঁদনিরাতে জ্যোৎস্নার ধারাস্নান
যদি থাকে দাও, না- থাকলে নৌকো ভাসাও।
( আলোকচিত্র : জয়তী রায় , ব্যাংককের ফ্লোটিং মার্কেট )
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন