আমাদের নিয়মিত সাহিত্য সাধনা
বর্তমান বাংলা সাহিত্যকে যারা স্বর্ণ শিখরে নিয়ে চলেছেন , সাহিত্যিক তপন বন্দ্যোপাধ্যায় তাঁদের মধ্যে অগ্রগণ্য। আমাদের বেহালার দিন প্রতিদিনের পাতায় তাঁর অক্ষরকে তিনি দিয়েছেন। আমরা ধন্য।
শাইকু
তপন বিরচিত
তোমার ও হাতে দিয়েছি প্যালেট, দিয়েছি নরম পালক-তুলি
দিয়েছি হাজার রঙের পশরা তুমি আঁকো এক নীল সরোবর
আঁকলেই যদি আঁকো তবে আরও সাম্পান এক ছোট্ট মামুলি
তাতে দাঁড় বেয়ে দুজনে খুঁজব ভালো থাকবার জবর খবর।
আলোকচিত্র : লিপি চক্রবর্তী , নৈনিতাল লেক।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন