উত্তরবঙ্গের দিন প্রতিদিন

 এই মুহূর্তের খবর ঝলকঃ 

কোন ভাতাই পাচ্ছেন না প্রাপকরা, সংকটে বৃদ্ধ থেকে বয়স্করা ,শিলিগুড়ি পুরনিগমের ঘটনা 



নিজস্ব প্রতিনিধি , শিলিগুড়ি, ৩০ অক্টোবর     করোনা আবহে আসছে না কোন ভাতার  টাকা।তাই নানান চিন্তায় বৃদ্ধ- বৃদ্বারা। গত ছয় মাসে মাত্র একবার টাকা এসেছে।কেন টাকা আসছে  জানাতে পারছে না পুরনিগমের কেউই ।কি কারণে দেরি হচ্ছে জিঞ্জাসা করলে , তারা জানাচ্ছেন যে টাকা নিয়ে একটু সমস্যা চলছে। তাঁরা আরো বলছেন , আমরা আমাদের সাধ্যমত চেষ্টা করে চলেছি ,খুব শিগগিরই  ঠিক হয়ে যাবে সব। তবে দিনের পর দিন টাকা না আসায় সমস্যায় পড়ে গেছেন বয়ষ্ক এবং প্রতিবন্ধীরাও ।টাকা না আসায় অনেকেই ওষুধও কিনতে পারছেন না।কেন চলছে এই সমস্যা।টাকা ঠিকমত  কেন পাওয়া যাচ্ছে না।এ নিয়ে অভিযোগ করছেন অনেকেই ।তারা জানিয়েছেন আরো একমাস এইভাবে চললে তাদের পক্ষে প্রচণ্ড কষ্ট হয়ে যাবে দিনযাপন করতে।

মন্তব্যসমূহ