খবর ঝলকঃ
মহিলাদের আই পি এল ৪ থেকে ৯ নভেম্বর , আরব আমীরশাহিতে
সজল দাশগুপ্ত , ১ অক্টোবরঃ অনেক জল্পনা-কল্পনার পর আরব আমিরশাহী তে ১৩ তম আইপিএল অনুষ্ঠিত হচ্ছে। ভয়াবহ করোনা পরিস্থিতির জন্য এই বছর সবচেয়ে জনপ্রিয় টি-টোয়েন্টি ক্রিকেট প্রতিযোগিতা আইপিএল বাতিল করার মতো পরিস্থিতি এসে পড়েছিল, তবে অনেক কাঠ-খড় পুড়িয়ে আইপিএল আরব আমিরশাহী তে অনুষ্ঠিত হচ্ছে। ক্রিকেট প্রেমীদের কাছে আরেকটি সুখবর হলো এবারে প্রথম মহিলা আইপিএল অনুষ্ঠিত হবে। সুপার নোভা, ভেলোসিটি, ট্রেল ব্রেজারস এই তিনটি দলকে নিয়ে মহিলা এই পি এল অনুষ্ঠিত হবে, আইপিএল সূত্র আরও জানানো হয়েছে প্রত্যেকটি মহিলা ক্রিকেট দল তিনটি করে ম্যাচ খেলবে। মহিলাদের আইপিএল অনুষ্ঠিত হবে ৪ থেকে ৯ নভেম্বর পর্যন্ত। অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের প্রথম সারির খেলোয়াড়রা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে না। অক্টোবরে দ্বিতীয় সপ্তাহ তে আরব আমিরশাহী পৌঁছে যাবে এই তিনটি দল। প্রতিটি দলের খেলোয়াড় কে বাধ্যতামূলক 6 দিন কোয়ারেন্টাইন থাকতে হবে ।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন