উত্তরবঙ্গের দিন প্রতিদিন

 এই মুহূর্তের খবর ঝলকঃ

উত্তরবঙ্গে কড়া নজরদারিতে ট্রেন পরিষেবা 



নিজস্ব সংবাদদাতা , নিউ জলপাইগুড়ি , ২৭ সেপ্টেম্বরঃ   লকডাউনে বন্ধ রেল পরিসেবা ,আন লক হতেই  ধীরে ধীরে সচল হচ্ছে ।রবিবার এনজিপি স্টেশনে আসা সমস্ত ট্রেনে অভিযান চালায় পুলিশ।যে সমস্ত যাত্রীরা মাস্ক ছাড়া যাত্রা করছেন তাদেরকে সতর্ক করা হয়।এর পাশাপাশি স্টেশন চত্বরে মাস্ক ছাড়া ঘোরাফেরা করা মানুষদেরও সতর্ক করা হয়।অন্যদিকে,অনুমতিহীন হকাররা যাতে স্টেশন চত্বরে এবং ট্রেনের ভেতরে না ঢুকে পড়ে সেদিকেও নজর রাখা হচ্ছে।তবে রেল চলতে শুরু করলেও নিয়ম চালু করা হবে প্রচুর।কোনভাবেই জমায়েত যাতে না হয় সেদিকে কড়া দৃষ্টি রাখবে রেল।কোনভাবেই যাতে অতিরিক্ত লোক যাতে না ঢুকে যান সেদিকে নজর রাখা হবে রেল পুলিশের তরফ থেকে।এছারাও যদি কোন অসুস্থ রোগী রেলযাত্রা করেন তবে তাকে ষ্টেশনে ঢুকতে গেলে সবরকমের পরিক্ষার রিপোর্ট দেখিয়ে ঢুকতে হবে।যাত্রী নিরাপত্তার জন্যও আলাদা ব্যাবস্থা করতে চলেছে রেল।

মন্তব্যসমূহ