এই মুহূর্তের খবর ঝলকঃ
শ্রদ্ধায় পালিত রাজা রামমোহন রায়ের মৃত্যুবার্ষিকী
নিজস্ব সংবাদদাতা , শিলিগুড়ি, ২৭ সেপ্টেম্বরঃ আজ ছিলো রাজা রামমোহন রায়ের মৃত্যুবার্ষিকী।এই উপলক্ষ্যে আজ শিলিগুড়ির রাজা রামমোহন রায় রোডে রাজা রামমোহন রায়ের মুর্তিতে মাল্যদান করেন শিলিগুড়ির এগারো এবং বারো নং ওয়ার্ডের কোয়ার্ডিনেটার নান্টু পাল এবং মঞ্জুশ্রী পাল।সঙ্গে ছিলেন তৃণমূলের এগারো এবং বারো নং ওয়ার্ডের তৃণমূলের কর্মী এবং সাধারণ মানুষ।অনুষ্ঠানে রাজা রামমোহন রায়ের স্মৃতিচারনা করেন কোয়ার্ডিনেটার নান্টু পাল এবং কোয়ার্ডিনেটার মঞ্জুশ্রী পাল।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন