এই মুহূর্তের খবর ঝলকঃ
উত্তরবঙ্গ সফরের প্রথম দিনেই একেবারে ভোর থেকে গুরুত্বপুর্ণ কাজে মেতেছেন মমতা
কুশল দাশগুপ্ত , শিলিগুড়ি , ২৯ সেপ্টেম্বর ; তিনদিনের উত্তরবঙ্গ সফরে ঠাসা কর্মসুচী। আজ সকালে মুখ্যমন্ত্রী প্রাতরাশ সেরেই গুরুত্বপূর্ণ বৈঠকে যোগদিয়েছেন প্রশাসনিক কর্তাদের সাথে বলে খবরে প্রকাশ।মুখ্যমন্ত্রী এদিন আলিপুরদুয়ার,কোচবিহার এবং জলপাইগুড়ির প্রশাসনিক কর্তাদের সাথে বৈঠক করেন।মুখ্যমন্ত্রী এদিন আগামী নির্বাচনে উত্তরবঙ্গের নেতাদের সাথে বসে রনকৌশল ঠিক করবেন বলে খবর পাওয়া গেছে।আজ এবং কাল যেকটি বৈঠক মুখ্যমন্ত্রী করবেন তার সবকটাই ভিডিও কনফারেনসের মাধ্যমে করা হবে বলে জানা গেছে।
গতকাল ঠিক তিনটের সময় এসে পৌছিয়েছেন মুখ্যমন্ত্রী।করোনা আবহে এবারের মুখ্যমন্ত্রীর সফরটা একেবারেই অন্যরকম।কোথাও কোন হুড়োহুড়ি নেই,যেটা মুখ্যমন্ত্রী আগের থেকেই বারন করে দিয়েছেন।সেভাবে দেখা যায় নি তৃণমূল সমর্থকদেরও।তবে উৎসাহের অভাব ছিলো না।দার্জিলিং জেলা যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ঢাক বাজিয়ে মুখ্যমন্ত্রীকে আপ্যায়ন করা হয়।ছিলো ব্যানার এবং অন্যান্য উপকরনও।তৃনমুল কংগ্রেসের মহিলা কর্মীরাও পিছিয়ে ছিলেন না,সংখ্যায় কম থাকলেও ব্যানার হাতে তাদের উপস্থিতি দেখবার মতন। প্রত্যেকেই জানালেন যতই করোনার ভ্রকুটি থাকুক মুখ্যমন্ত্রী আসছেন এটাই তাদের কাছে অনেক।তবে তারা নিয়ম মেনেই সব কাজ করেছেন।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন