রাজ্যের দিন প্রতিদিন

 

এই মুহূর্তের খবর ঝলকঃ


বালিতে বিজেপি ও শাসক দলের বোঝা পড়ায় চলছে নৈরাজ্যের পরিবেশ ও তোলাবাজি- মান্নান 


নিজস্ব সংবাদদাতা , বালী , ৩০ সেপ্টেম্বরঃ বিজেই'র বিরুদ্ধে তোলাবাজির অভিযোগে , মন্ডল সভাপতির গ্রেপ্তার হবার রজনৈতিক তরজা তুঙ্গে। কংগ্রেস নেতা, আব্দুল মান্নান সরাসরি এই তোলাবাজি বা নৈরাজ্য তৈরির মুলে বিজেপি ও রাজ্যের শাসক দলের মধ্যে বোঝাপড়াকে সামনে এনেছেন। তিনি বলেন যে এই তোলাবাজি শাসক দল ও বিজেপি মিলেমিশেই করে। তিনি আরো বলেন , বালির এক সময়ে ঐতিহ্য ছিল লেখা-পড়া সব দিক দিয়েই। বলা হত , দোয়াত , কলম , কালি , এই তিন নিয়েই হয় বালি। সেই বালির ঐতিহ্যকে শেষ করে দিয়ে, আজকের এই নৈরাজ্য সৃষ্টির জন্য দায়ী রাজ্যের শাসক দল ,তৃণমুল কংগ্রেস ও বিজেপি। তিনি বালিতে এই দুটি দলের মধ্যেকার মিল্মিশের বিষয়টিও বলতে দ্বিধা করেননি।

 প্রসঙ্গতঃ বালির বিজেপি মন্ডল সভাপতিকে পুলিশ তোলাবাজির জন্য প্রেপাতার করে গতকালই আদালতে পেশ করে।   থানায় অভিযোগ জমা পড়েছিল প্রায় মাসখানেক আগে। এরপর থেকেই তদন্ত শুরু হয়েছিল। পরে মন্ত্রীর নির্দেশের পর আরও তৎপরতা শুরু হয়। শেষমেশ বালির তোলাবাজি-কান্ডে গ্রেফতার হলেন অভিযুক্ত বিজেপি নেতা। তোলাবাজি এবং ছিনতাইয়ের অভিযোগে গ্রেফতার করা হয়েছে বালি বিজেপির মন্ডল-১ এর সভাপতি রাজা গোস্বামী। গোপন সূত্রে খবর পেয়ে সোমবার রাতে বালি থানার পুলিশ তাকে নিউ দীঘা থেকে গ্রেফতার করে। গত ২৮ আগস্ট অভিযোগ দায়ের হয়েছিল ওই বিজেপি নেতার বিরুদ্ধে। অভিযোগ ছিল তাদেরই দলের এক কর্মীর থেকে তোলাবাজি এবং ছিনতাইয়ের। তারপর সেই অভিযোগ নিয়ে সমবায় মন্ত্রী অরূপ রায়ের দ্বারস্থ হন ওই অভিযোগকারী। এরপর মন্ত্রীর নির্দেশে বালি থানার পক্ষ থেকে তল্লাশি শুরু হয়। এতদিন পলাতক ছিলেন রাজা গোস্বামী। সোমবার রাতে নিউ দীঘা থেকে গ্রেফতার করা হয় তাকে। মঙ্গলবার সকালে তাকে বালি থানায় আনা হয়। তাকে পাঠানো হলো হাওড়া আদালতে।

মন্তব্যসমূহ