এই মুহূর্তের খবর ঝলকঃ
বালিতে বিজেপি ও শাসক দলের বোঝা পড়ায় চলছে নৈরাজ্যের পরিবেশ ও তোলাবাজি- মান্নান
প্রসঙ্গতঃ বালির বিজেপি মন্ডল সভাপতিকে পুলিশ তোলাবাজির জন্য প্রেপাতার করে গতকালই আদালতে পেশ করে। থানায় অভিযোগ জমা পড়েছিল প্রায় মাসখানেক আগে। এরপর থেকেই তদন্ত শুরু হয়েছিল। পরে মন্ত্রীর নির্দেশের পর আরও তৎপরতা শুরু হয়। শেষমেশ বালির তোলাবাজি-কান্ডে গ্রেফতার হলেন অভিযুক্ত বিজেপি নেতা। তোলাবাজি এবং ছিনতাইয়ের অভিযোগে গ্রেফতার করা হয়েছে বালি বিজেপির মন্ডল-১ এর সভাপতি রাজা গোস্বামী। গোপন সূত্রে খবর পেয়ে সোমবার রাতে বালি থানার পুলিশ তাকে নিউ দীঘা থেকে গ্রেফতার করে। গত ২৮ আগস্ট অভিযোগ দায়ের হয়েছিল ওই বিজেপি নেতার বিরুদ্ধে। অভিযোগ ছিল তাদেরই দলের এক কর্মীর থেকে তোলাবাজি এবং ছিনতাইয়ের। তারপর সেই অভিযোগ নিয়ে সমবায় মন্ত্রী অরূপ রায়ের দ্বারস্থ হন ওই অভিযোগকারী। এরপর মন্ত্রীর নির্দেশে বালি থানার পক্ষ থেকে তল্লাশি শুরু হয়। এতদিন পলাতক ছিলেন রাজা গোস্বামী। সোমবার রাতে নিউ দীঘা থেকে গ্রেফতার করা হয় তাকে। মঙ্গলবার সকালে তাকে বালি থানায় আনা হয়। তাকে পাঠানো হলো হাওড়া আদালতে।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন