উত্তরবঙ্গের দিন প্রতিদিন

 খবর ঝলকঃ

উত্তরবঙ্গের বানারহাটকে পৃথক ব্লক করার দাবির প্রতি সহানুভূতির সঙ্গে বিবেচনার আশ্বাস মুখ্যমন্ত্রীর


নিজস্ব সংবাদদাতা ,   শিলিগুড়ি, ৩০ সেপ্টেম্বরঃ  জলপাইগুড়ি জেলার বানারহাটকে পৃথক ব্লক করার দাবী সহানুভূতির সাথে বিবেচনা করার আশ্বাস দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার শিলিগুড়িতে এক সাংবাদিক সম্মেলনে এমনটাই দাবী করেছেন ধূপগুড়ির বিধায়ক মিতালী রায়। প্রশাসনিক বৈঠক শুরুর আগে বানারহাটকে পৃথক ব্লক করার দাবী নিয়ে উত্তরকন্যায় একান্ত সাক্ষাত করেন মিতালী রায়। 

সেখানেই মুখ্যমন্ত্রীকে বানারহাটের বিষয়টি তুলে ধরেন। পরে সাংবাদিক সম্মেলনে মিতালী রায় বলেন, ধুপগুড়ি ও বানারহাটের ১৬ টি গ্রামপঞ্চায়েত ও দুটি থানা নিয়ে একটি ব্লক রয়েছে। এরফলে এতদিন নানান প্রশাসনিক কাজে সমস্যায় পড়তে হয় বানারহাটের মানুষজনকে। তাই বানারহাট বাসীর দীর্ঘদিনের দাবী ৭ টি গ্রাম পঞ্চায়েত নিয়ে পৃথক ব্লকের। সেই দাবী মুখ্যমন্ত্রীকে জানিয়েছেন। এবং বিষয়টি সহানুভূতির সাথে বিবেচনা করার আশ্বাস মিলেছে বলে জানিয়েছেন মিতালী রায়। তিনি আশাবাদী খুব শীঘ্রই মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে পৃথক ব্লকের স্বীকৃতি পাবে বানারহাট।

মন্তব্যসমূহ