উত্তরবঙ্গের দিন প্রতিদিন

খবর ঝলকঃ 

অবশেষে শিলিগুড়িতে গান্ধী মূর্তি বসছে



 নিজস্ব সংবাদদাতা  , শিলিগুড়ি , ২৯ সেপ্টেম্বর  শিলিগুড়ি পুরো নিগমের প্রশাসক অশোক ভট্টাচার্য আজ ঘোষণা করলেন শিলিগুড়ি শহরে খুব তাড়াতাড়ি গান্ধীজীর মূর্তি স্থাপনের কাজ শুরু হবে, যা বিভিন্ন জটিলতার জন্য এত দিন আটকে ছিল। পুরো নিগমের পক্ষে আগে জানানো হয়েছিল আগামী দোসরা অক্টোবর গান্ধীজীর দিন শিলিগুড়ি শহরের গান্ধীজীর মূর্তি উদ্বোধন করা হবে। কিন্তু বিভিন্ন জটিলতার জন্য তা করা সম্ভব হয়নি, রাজ্য সরকারের পূর্ত দপ্তর শিলিগুড়ি পুরো নিগমের গান্ধীজীর মূর্তি স্থাপনের জন্য অনুমতি দিচ্ছিল না, তবে সব জল্পনা-কল্পনার অবসান হলো রাজ্য সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে রাজ্য সরকারের অনুমতি তে শিলিগুড়ি শহরের গান্ধী মূর্তি বসানো হবে। শিলিগুড়ি পুরো নিগমের প্রশাসক মাননীয় অশোক ভট্টাচার্য বলেছেন শারদ উৎসবের আগেই মূর্তি  স্থাপনের কাজ সম্পন্ন করা হবে, এবং এই মুহূর্তের উদ্বোধন করবেন রাজ্যের কোন বিশিষ্ট মন্ত্রী এমনটাই জানানো হয়েছে পুরো নিগমের পক্ষ থেকে।

মন্তব্যসমূহ