কলকাতার দিন প্রতিদিন

 এই মুহূর্তের খবর ঝলকঃ 

ব্যয় সংকোচের নামে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের চালু শাখা বন্ধের প্রতিবাদে গনস্বাক্ষর সংগ্রহ অভিযান গ্রাহকদের 



সমীরণ দাস,' বেহালা: বেহালা পশ্চিম বিধানসভা অঞ্চলের ১২৯নং ওয়ার্ডের ইউনিক পার্ক স্টেটব্যাংক শাখা বন্ধ হবার মুখে।  ব্যয় সংকোচের নামে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের চালু শাখা বন্ধের প্রতিবাদে আজ সকাল থেকেই হলো গনস্বাক্ষর সংগ্রহ অভিযান। ড: পার্থ চট্টোপাধ্যায়ের উদ্যোগে এবং দীপাঞ্জন সেনগুপ্তর নেতৃত্বে শুরু হলো ব্রাঞ্চ বাঁচাও কর্মসূচী । মাত্র চার বছরে প্রায় সাড়ে পাঁচ হাজার গ্রাহক । ভল্ট এবং বিভিন্ন খাতে জমা রাশি ৫০কোটির কাছাকাছি। কেন্দ্রীয় সরকারের ব্যয়সঙ্কোচ এবং কর্মী ছাঁটাইয়ের জন্য স্টেট ব্যাংকের এই ব্রাঞ্চটি বন্ধ হওয়ার মুখে। পেনশন ভোগী মানুষ, সাধারণ গৃহিণী এবং অবসর প্রাপ্ত মানুষের কাছে এই শাখাটি ছিলো আশীর্বাদ স্বরূপ। প্রতিবাদ আন্দোলনে দেখা গেল ইউকো ব্যাংকের ইউনিয়নের প্রতিনিধি পার্থ চন্দ    ,তৃণমূল কগ্রেসের দক্ষিণ ২৪পগনার নেতা এবং স্থানীয় বাসিন্দা শ্রী অঞ্জন দাস সহ বহু সমাজসেবী মানুষকে তাদের বক্তব্য তুলে ধরতে।

মন্তব্যসমূহ