এই মুহূর্তের খবর ঝলকঃ
উত্তরকন্যায় ধর্ণার আগেই আটক এক চাকরি প্রার্থী মহিলা
কুশল দাশগুপ্ত, শিলিগুড়ি , ৩০ সেপ্টেম্বরঃ মুখ্যমন্ত্রী উত্তরকন্যাতে রয়েছেন এই সফরে। সেখানেই প্রশাসনিক বৈঠক সারছেন। সেই উত্তরকন্যাতে ধর্না দিতে গিয়ে আটক এক মহিলা। বুধবার উত্তরকন্যায় দার্জিলিং, কালিম্পং ও কোচবিহার জেলা নিয়ে প্রশাসনিক বৈঠক ছিল মুখ্যমন্ত্রীর।সেসময় উত্তরকন্যার গেটের বাইরে ধর্ণায় বসার জন্য তৈরি হচ্ছিলেন আলিপুরদুয়ারের বাসিন্দা উমা গোস্বামী।তখন মহিলা পুলিশ কর্মীরা তাকে আটক করে।
দুদিন আগে এক সাংবাদিক বৈঠক করে তৃণমূল কিষান শাখা সংগঠনের সম্পাদক ও রাজ্য কমিটির সদস্য উমা গোস্বামী জানান ২০০৯ সালে তাকে লাইব্রেরীতে চাকরির আশ্বাস দিয়ে আলিপুরদুয়ার ডিএলও অফিস থেকে জলপাইগুড়ি ডিএলও অফিসে পাঠানো হয়।তবে কিছুদিন পরে চাকরির জন্য টাকা দাবি করা হয়।উমা গোস্বামী কিছু টাকাও দিয়েছিলেন, তারপরেও চাকরি হয়নি বলে অভিযোগ করেছেন।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন