উত্তরবঙ্গের দিন প্রতিদিন

 খবর ঝলকঃ

মেখলিগঞ্জের একমাত্র প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের বেহাল অবস্থা , প্রতিকার চায় সাধারণ মানুষ



সজল দাশগুপ্ত  , মেখলিগঞ্জ , ২৯ সেপ্টেম্বরঃ  মেখলিগঞ্জ ব্লক এর কুচলীবাড়ী গ্রাম এর চিকিৎসা পরিস্থিতি বর্তমানে খুব করুণ অবস্থার মধ্যে দিয়ে চলছে, গ্রামে প্রধান ভরসা চিকিৎসার ক্ষেত্রে একটা মাত্র স্বাস্থ্য কেন্দ্র, তাও সপ্তাহের সাত দিন ডাক্তার কে পাওয়া যায় না। সপ্তাহের সাত দিনের মধ্যে তিন দিন বহির্বিভাগ  এ রোগী দেখেন এলোপ্যাথি চিকিৎসক, বাকি তিন দিনের ভরসা হোমিওপ্যাথি চিকিৎসক। তারপর তো মানে ভয়াবহ করোনা পরিস্থিতির জন্য হোমিও চিকিৎসক চিকিৎসাগত কাজের জন্য আসতে পারছেন না স্বাস্থ্য কেন্দ্রে রোগী দেখতে, তাই উকিল বাড়ি গ্রামের সাধারণ মানুষের অবস্থা সত্যি খুব করুন। পরিস্থিতি সামাল দিতে মাঝে মাঝেই স্বাস্থ্য কেন্দ্রের সাফাই কর্মীদের রোগীদের ওষুধ দিতে হয়। বাধ্য হয়েই ওই গ্রামের মানুষেরা ওঝা কবিরাজ এদের উপর ভরসা করেন,। ভারত-বাংলাদেশ সীমান্তে অবস্থিত গ্রামটি । তাই যোগাযোগ ব্যবস্থা এই গ্রামে একেবারেই অনুন্নত। এই গ্রামের মানুষদের  কোন হাসপাতালে  চিকিৎসা করার সুযোগ নেই । তাদের একমাত্র ভরসা তাদের গ্রামের একমাত্র এই  প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র । স্থানীয় মানুষের  বার বার অভিযোগ জানালেও স্বাস্থ্য দপ্তর থেকে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। এই প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে বয়স প্রায়  ৩৮ বছর কিন্তু স্বাস্থ্যকেন্দ্র এখনো নেই কোন শয্যার ব্যবস্থা । এ বছর বর্ষাতে তিস্তার ভাঙ্গনের কবলে পড়ে এই গ্রামের প্রচুর চাষের জমি নদীর তলায় চলে গিয়েছে, এই গ্রামের মানুষের সমস্যার শেষ নেই, অসহায় মানুষগুলো বারবার প্রশাসনের কাছে আবেদন করলেও কোন সাড়া পাচ্ছেন না। তারা আর্জি জানিয়েছেন তাদের সমস্যাগুলো র উপর যেন সরকার আলোকপাত করেন।

মন্তব্যসমূহ