উত্তরবঙ্গের দিন প্রতিদিন

 খবর ঝলকঃ 

ডুয়ার্সের চা বাগানে বিশাল অজগর , উদ্ধার করলেন বনকর্মীরা 



সজল দাশগুপ্ত , শিলিগুড়ি , ২৮ সেপ্টেম্বরঃ চা বাগানে বিষয়টা নতুন নয়। অজগর সাপ ঢুকে পড়ে খাবারের খোঁজে। কয়েকদিন আগে একটি চিতার ঠেলায় নাস্তানাবুদ হতে হয়েছিল চা বাগানের কর্মীদের । সেটা ধরাও পড়ে বনকর্মীদের তৎপরতায়। এবার একটি বিশাল অজগর ধরে নিয়ে গেলেন বনকর্মীরা। নিশ্চিন্ত হলেন ডুয়ারসের চা বাগানের কর্মচারীরা।   ডুয়ার্সের চা বাগান নাগরাকাটা থেকে এক বিশাল আকার অজগর সাপ উদ্ধার করল বন বিভাগের কর্মীরা, ডুয়ার্সের চা বাগান নাগরাকাটা তে স্কুল লাইনের সংলগ্ন এলাকায় একজনের বাড়ি র চালে আজ সকালবেলা এক বিশাল সাপ দেখতে পাওয়া যায়, সঙ্গে সঙ্গে স্থানীয় এলাকার মানুষেরা সংশ্লিষ্ট বিভাগের কর্মীদের খবর দেন, বন বিভাগের কর্মীরা সাথে সাথে এসে অজগর সাপ থেকে উদ্ধার করে গরুমারা ফরেস্ট ছেড়ে দিয়েছে বলে জানা গেছে।

মন্তব্যসমূহ