উত্তরবঙ্গের দিন প্রতিদিন

 পুজোর কেনাকাটা 


কেনাকাটার  ইচ্ছাপুরণ বনিক ভ্যারাইটি ষ্টোর্সে

কুশল দাশগুপ্ত ,শিলিগুড়ি , ৩০ সেপ্টেম্বরঃ  সামনে পুজো। আর পুজো মানেই ঘরকে সাজিয়ে তোলা নিজের নিজের মত করে। সেই মনের ইচ্ছাকে পুরণ করতে   শিলিগুড়িতে বিভিন্ন প্রয়োজনীয় জিনিষের  সম্ভার নিয়ে এসেছে বনিক ভ্যারাইটি ষ্টোর্স।শিলিগুড়ির কাঞ্চনজংঘা ষ্টেডিয়ামের ঠিক বিপরীতে এই বনিক ভ্যারাইটি  ষ্টোর্স।দোকানের মালিক রাজদীপ বনিক জানালেন এই দোকানে ঘরের সব প্রয়োজনীয় জিনিস পাওয়া যায়। গোটা শিলিগুড়ির মানুষই আসেন এখানে জানালেন রাজদীপ বাবু।এই করোনার সময়েও তাদের দোকানে লোক এসেছেন,জানালেন রাজদীপ বাবু।তাদের মার্কেটেও অপর একটি দোকান আছে জানালেন রাজদীপ বাবু যেখানে তার বাবা থাকেন।আগামীদিনে এই দুটো দোকানকেই বড় করতে চান আত্মীবিশাসী রাজদীপ বনিক। আর মানুষের পাশে কম দামে ভালো জিনিষ নিয়ে থাকতে পারেন। 

মন্তব্যসমূহ