দিন প্রতিদিন বিশেষ

 এই মুহূর্তের বিশেষ

এবার মিস্টির দোকানের প্যাকেটে লিখতে হবে , কত দিনের মধ্যে খাওয়া যাবে 



  সজল দাশগুপ্ত , ২৯ সেপ্টেম্বরঃ হামেশাই দেখা যায় বিভিন্ন মিষ্টির দোকানে গিয়ে মিষ্টি কেনার পর ক্রেতারা বুঝতে পারেন মিষ্টি খারাপ হয়ে গিয়েছে, সেকথা মিষ্টি বিক্রেতা দের জানালেও তারা মানতে চান না। তাদের চরম অসুবিধার মধ্যে পড়তে হয়। তাই জন্য ফুড সেফটি অল ইন্ডিয়া অথরিটি পক্ষ থেকে ক্রেতাদের স্বার্থের দিকটায় চিন্তা ভাবনা করে এক নতুন নির্দেশিকা আনতে চলেছে যা 1লা অক্টোবর থেকে লাগু হবে মিষ্টির দোকান গুলো তে। এবার থেকে ক্রেতারা প্যাকেটজাত নয় এমন মিষ্টির পাত্র গুলিতে বেস্ট বিফোর ডেট দেখতে পারবেন। ক্রেতারা বুঝতে পারবেন যে কোন দিনের আগে পর্যন্ত মিষ্টি খাওয়া যাবে। এই নির্দেশিকা ইতিমধ্যেই রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল গুলির ফুড কমিশনার দের  দেওয়া শুরু করা হয়েছে। এ রকম সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন ক্রেতারা।

মন্তব্যসমূহ