উত্তরবঙ্গের দিন প্রতিদিন

 এই মুহূর্তের খবর ঝলকঃ 

আজ উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রী 



কুশল দাশগুপ্ত , শিলিগুড়ি , ২৮ সেপ্টেম্বরঃ কয়েকদিন আগেই আসবার কথা ছিল। কিন্তু আবহাওয়া দফতরের একটি দুর্যোগের সতর্কতায় , সেই সফর বাতিল করেন রাজ্যের মুখ্যমন্ত্রী। আজ শুরু হচ্ছে সেই সফর। বেশ কিছু জরুরী কর্মসুচী আছে তাঁর এই সফরে। সেগুলি তিনি সেরে নেবেন ১ অক্টোবর চলে যাবার আগেই। আজ দুপুর আড়াইটের সময় উত্তরবঙ্গের মাটি ছোঁয়ার কথা মমতা বন্দ্যোপাধ্যায়ের। তিন দিনের এই উত্তরবঙ্গ সফর নিয়ে , রাজনৈতিক মহল থেকে সাধারণ মানুষের মধ্যে উত্তেজনা তুঙ্গে। 

  আজ শিলিগুড়িতে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়।আট মাস পরে মুখ্যমন্ত্রীর এই শিলিগুড়ি সফরকে ঘিরে যথেষ্ট উত্তেজনা তৈরী হয়েছে। উত্তরের পাচ জেলাকে নিয়ে তিনি এদিন প্রশাসনিক বৈঠক করবেন।এরই ফাকে তিনি জলপাইগুড়ি মেডিক্যাল কলেজ এবং হাসপাতালের উদ্বোধন করবেন।মুখ্যমন্ত্রীর সাথে আসছেন অরুপ বিশ্বাস,শ্রমমন্ত্রী মলয় ঘটক এবং পর্যটন দপ্তরের মন্ত্রী ইন্দ্রনীল সেন,তবে জানা গেছে কোভিড পরিস্থিতির কথা মাথায় রেখে এবার মুখ্যসচিব এবং সরাষ্ট্রসচিব ছাড়া কেউ আসছেন না।যদি প্রয়োজন হয় মুখ্যমন্ত্রী বাকি আমলাদের সাথে ভিডিও কনফারেনসের মাধ্যমে কথা বলবেন।মুখ্যমন্ত্রীর আলিপুরদুয়ার এবং কোচবিহার নিয়েও কথা বলবেন প্রশাসনিক কর্তাদের সাথে। এবারের মুখ্যমন্ত্রীর সফরসূচি কোভিড প্রটোকল মেনেই করা হবে বলে খবর পাওয়া গেছে।মুখ্যমন্ত্রী এবারে সাংবাদিকদের সাথে ভিডিও কনফারেনসের মাধ্যমে উত্তর দেবেন।১  লা অক্টোবর মুখ্যমন্ত্রী কলকাতায় ফিরে যাবেন।

মন্তব্যসমূহ