উত্তরবঙ্গের দিন প্রতিদিন

 খবর ঝলকঃ

সরকারি জমি বেদখল, প্রশাসনকে কড়া ব্যবস্থা নেবার অনুরোধ পর্যটন মন্ত্রীর  



নিজস্ব সংবাদদাতা , শিলিগুড়ি ,২৯ সেপ্টেম্বরঃ  শিলিগুড়ি শহরের সংলগ্ন ফুলবাড়ি এলাকায় জমি দখলের সমস্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। সরকারি জমি ও ব্যক্তিগত মালিকানার জমিগুলো বেদখল হয়ে যাচ্ছে, এর সাথে জড়িত রয়েছেন বেশকিছু জমির দালাল ও প্রভাবশালী ব্যক্তি গণ। যার কারণে দালালদের পুলিশ গ্রেফতার করলেও প্রভাবশালীদের কিছু তেমন করতে পারছে না। প্রশাসন থেকে যেতে উপযুক্ত ব্যবস্থা না নেওয়া হয় তাহলে বিঘার পর বিঘা সরকারি জমি গুলো নিমেষের মধ্যে বেদখল হয়ে যাবে। কারোর কিছু করার থাকবে না। জমি বেদখল করার জন্য দালাল চক্র টি কাজ করছে তা যথেষ্ট সক্রিয় তাই প্রশাসন থেকে উপযুক্ত ব্যবস্থা নিতে সমস্যায় পড়তে হচ্ছে। সংশ্লিষ্ট অঞ্চলের সাধারণ মানুষ আতঙ্কে দিন গুনছেন কারণ যে কোন মুহূর্তে কাদের জমি বেদখল হয়ে যেতে পারে  , তবে পর্যটন মন্ত্রী গৌতম দেব এর কথায  ওই অঞ্চলের সাধারণ মানুষ কিছুটা স্বস্তি পেয়েছেন। গৌতম দেব জানিয়েছেন তিনি এমন অন্যায় কাজ আর হতে দেবেন না, প্রশাসন কে বলেছেন সক্রিয়ভাবে এর বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার জন্য।

মন্তব্যসমূহ