আমাদের নিয়মিত সাহিত্য সাধনা
বর্তমান বাংলা সাহিত্যকে যারা স্বর্ণ শিখরে নিয়ে চলেছেন , সাহিত্যিক তপন বন্দ্যোপাধ্যায় তাঁদের মধ্যে অগ্রগণ্য। আমাদের বেহালার দিন প্রতিদিনের পাতায় তাঁর অক্ষরকে তিনি দিয়েছেন। আমরা ধন্য।
শাইকু
তপন বিরচিত
তুমি কি একাই কবিতা লিখছ সাদা পাতা খাতা জুড়ে
কত না যত্নে সাজিয়ে পঙক্তি ছন্দের কারুকাজ
প্রকৃতিও লেখে শুভ্র অক্ষর সবুজ ছন্দে মুড়ে
কাকভোরবেলা তোমাকে দিচ্ছে হাসি-হাসি মুখে আজ।
( আলোকচিত্র : আভা ভট্টাচার্য )
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন