আমাদের নিয়মিত সাহিত্য সাধনা
বর্তমান বাংলা সাহিত্যকে যারা স্বর্ণ শিখরে নিয়ে চলেছেন , সাহিত্যিক তপন বন্দ্যোপাধ্যায় তাঁদের মধ্যে অগ্রগণ্য। আমাদের বেহালার দিন প্রতিদিনের পাতায় তাঁর অক্ষরকে তিনি দিয়েছেন। আমরা ধন্য।
শাইকু
তপন বিরচিত
আমি তো আছিই কাছে, কিছুক্ষণ দেওদার বনে
এখনই যেয়ো না তুমি, আর একটু অপেক্ষা করো
দেখো ঠিক ফিরে এসে পাশাপাশি হাঁটব দুজনে
ধৈর্য যদি ধরো তবেই জীবন সুন্দরতর।
( আলোকচিত্র : শ্যামলী রক্ষিত )
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন