এই মুহূর্তের খবর ঝলকঃ
মুখ্যমন্ত্রীর সফরের সময় একই নম্বরের মালিক বিহীন দুটি গাড়িকে ঘিরে শিলিগুড়িতে চাঞ্চল্য
বিশেষ সংবাদদতা , শিলিগুড়ি,২৮ সেপ্টেম্বরঃ আজ থেকে শুরু হয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রীর তিন দিনের উত্তরবঙ্গ স্ফর।দুপুরেই শিলিগুড়িতে পৌঁছেছেন মুখ্যমন্ত্রী। এরই মাঝে চাঞ্চল্য ছড়াল দুটি গাড়িকে ঘিরে। গাড়িগুলি রাখা ছিল শিলিগুড়ি বাসস্ট্যান্ডে। একই নম্বরের দুটি গাড়ি।ঘটনা ঘিরে চাঞ্চল্য শিলিগুড়ির প্রধাননগরে।শিলিগুড়ি জংশন বাসস্ট্যান্ডের উল্টোদিকে একটি ফাঁকা জমিতে বেশকিছুদিন ধরেই প্রচুর গাড়ি রাখা হচ্ছিল।গতকাল সেখানে স্থানীয় বাসিন্দারা দেখতে পান দুটি চার চাকা গাড়ি রাখা হয়েছে সেখানে এবং দুটি গাড়িরই নম্বর এক ‘WB 74P 6439’।এরপরই বিষয়টি প্রধাননগর থানার পুলিশকে জানানো হয়।পুলিশ আজ ওই গাড়ি দুটিকে থানায় নিয়ে যায়।যদিও কোথা থেকে এই গাড়ি দুটি এলাকায় এলো এবং এই গাড়ি দুটির মালিক কে? তা এখনও জানা যায়নি।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন