এই মুহূর্তের খবর ঝলকঃ
উত্তরবঙ্গে বিজেপি'র কার্যকারীনি বৈঠক , ঠিক হল আগামীদিনের রণকৌশল
নিজস্ব সংবাদদাতা , শিলিগুড়ি , ২৭ সেপ্টেম্বরঃ বিজেপি'র সর্ব ভারতীয় ক্ষেত্রে পাহাড়ের সাংসদ , রাজ্য বিস্ত গুরুত্বপুর্ণ একটি পদ পেয়েছে। ২০২১ এর বিধানসভা নির্বাচনের আগে , দলকে রাজ্যে ঢেলে সাজাচ্ছে বিজেপি। তাঁর সঙ্গে সাংগঠনিক বিসয়টাকেও একটু শান দিয়ে নিচ্ছে। তার ফলস্বরুপ আজ শিলিগুড়ি জেলা বিজেপির কার্যকারীনি বৈঠক অনুষ্ঠিত হলো বিজেপির শিলিগুড়ি সাংগঠনিক কার্যালয়ে। এই কার্যকারীনি বৈঠকে উপস্থিত ছিলেন বিজেপি রাজ্য সাধারণ সম্পাদক সায়ন্তন বসু,রাজ্য সাধারণ সম্পাদক রথীন্দ্র বোস,বিজেপির সংগঠন শিলিগুড়ি জেলা সাংগঠনিক সভাপতি প্রবীণ আগরওয়াল এবং শিলিগুড়ি সাংগঠনের এর সমস্ত নেতৃবৃন্দ। আগামী বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে কিভাবে লড়াই করবে বিজেপি, কিভাবে তৈরি হবে রণকৌশল,তা নিয়েই আজকের এই বৈঠকে কার্যত আলোচনা হয়।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন