কলকাতার দিন প্রতিদিন

 এই মুহূর্তের খবর ঝলকঃ 

করোনা আক্রান্ত মৃতদেহের শেষ যাত্রা ও দাহের সময় থাকতে পারবেন ৬ জন পরিজন 




বিশেষ সংবাদদাতা, কলকাতা , ২৮ সেপ্টেম্বরঃ করোনা আক্রান্তের মৃতদেহের সঙ্গে থাকতে পারবেন , মৃতের ৬ জন আত্মীয় ও পরিজন। তবে থাকতে হবে যাবতীয় করোনা স্বাস্থ্য বিধি মেনে। আজ এক সাক্ষাতকারে  এই কথা জানিয়েছেন , কলকাতা পুরসভার প্রশাসক, ফিরহাদ হাইকিম। তিনি আরো জানান , যদি কেউ পুরসভার গাড়ি নেন মৃতদেহ বহন করার জন্য, তখন পুরসভার যারা এই বিষয়টি নিয়ে কাজ করেছেন , তারাই সব সাহায্য করবেন। যদি কেউ মনে করাএন নিজের মত করে নিয়ে যাবেন , তাহলে পুরসভার নিবন্ধিকৃত কিছু গাড়ি আছে, সেখানেও কিছু করোনা যদ্ধা আছেন , তারা সাহায্য করবেন এই বিষয়ে। েদের ছাড়া এক পা এগোনা যাবে না , ফিরহাদ হাকিমের কথায় স্পষ্ট। 

প্রসংতঃ করণার শুরুতে পরিজনেরা জানতেই পারতেন না , তাদের প্রিয়জন  কখন মারা গেছেন, আরে কোথায় তাঁকে দাহ করা হচ্ছে। অনেক সময় দেখা গেছে , মারা যাওয়ার বেশ কয়েকদিন পর জানতে পারছেন বাড়ির লোকেরা। ততক্ষণে মৃতদেহ দাহ হয়ে গেছে, এর পর একটু পরিবর্তন আসে , মৃতদেহ দেখতে পাবেন পরিজনেরা। এবার সেটা ৬ জন হল। সঙ্গে দাহের সময়ে উপস্থিত থাকার অনুমতি। 

মন্তব্যসমূহ