এই মুহূর্তের খবর ঝলকঃ
বিশাল পরিমান অস্ত্র ও গোলা বারুদ আটক করল সীমান্ত রক্ষী বাহিনী
বিশেষ সংবাদদাতা , ৩০ সেপ্টেম্বরঃ সীমান্ত সুরক্ষা বাহিনী চোরা চালানের বিসয়ে খুব বড় সাফল্য পেল। এই সাফল্য হচ্ছে , প্রচুর পরিমাণে অস্ত্র ও গোলাবারুদ, যা উত্তর-পূর্ব অঞ্চলের পূর্ববর্তী বছরের তুলনায় অন্যতম বৃহত্তম সাফল্য, যার ফলে দেশবিরোধীদের আরও একটি কার্য কলাপের ক্ষেত্রে প্রচন্ড ধাক্কা খেল সন্ত্রাসবাদীরা।
সীমান্তবর্তী অঞ্চলে বড় অস্ত্রের চোরাচালাননের বিষয়ে বিএসএফের গোয়েন্দা শাখার একটি নির্দিষ্ট খবরের ভিত্তিতে , গভীর রাতে মমিট (মিজোরাম) এর গ্রাম ফুলদুঙ্গসীর কাছে একটি বিশেষ অভিযান শুরু করে । ৯০ বিএন, বিএসএফ আইজলের বিশেষ একটি দল যার নেতৃত্বে ছিলেন শ্রী এস কে পিল্লাই, কার্যনির্বাহী কমান্ডেন্ট এবং সার্বিক তত্ত্বাবধানে ছিলেন শ্রী কুলদীপ সিং, ডিআইজি বিএসএফ আইজল। অপারেশন দলটি থানা ও সাব ডিভিশন-পশ্চিম ফাইলেং, জেলা-মমিট, মিজোরাম রাজ্যের আওতাধীন লক্ষ্যবস্তু এলাকায় বিশেষ অভিযান চালিয়েছিলেন। এই অভিযান চলাকালীন বিএসএফ এর প্রধান লক্ষ্য ছিল যানবাহন , তার মধ্যে মাহিন্দ্র থার (এমজেড -01 কে-5262) এবং মাহিন্দ্র পিকআপ (এমজেড- 01L- 4949) গাড়ি। দক্ষিন এবং পশ্চিম ফুলডুংসি রোড যা বাংলাদেশের সাথে আন্তর্জাতিক সীমান্ত থেকে ১৫ কিলোমিটার দূরত্বে অবস্তিত। এই যানবাহনগুলির তল্লাশি চলাকালীন, বিএসএফ দলটি ২৮ নং একে-সিরিজ রাইফেলস, ০১ নং ৫.৫6 এমএম একে -74 রাইফেল এবং ০১ নম্বর কার্বাইন ০.৩০ এর সমন্বয়ে ৩০ টি অত্যাধুনিক অস্ত্র উদ্ধার করেছে এবং৭৮৯৪ টি গোলাবারুদ (৭.৬২ এমএম বল - ৫৩৯৮ নম্বর, 5.56 মিমি সিটিএন - ২৪৯০ টি এবং .30 - 06 নম্বর) এবং২৮ টি ম্যাগাজিন (26 নম্বর - একেএম ম্যাগাজিন, 01 নং - 7.62 এমএম একে এম বেল্ট অ্যমুনেশন বক্স টাইপ ম্যাগাজিন এবং 01 নং - কার্বাইন .30" ম্যাগাজিন ), যা যানবাহনের বানেট গহ্বরে গোপনে লুকানো ছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদ চলাকালীন, ৩ জন ব্যক্তিকে আটক করা হয়, তাদের পরিচয় লালুয়াপজৌভা (৫৬ বছর)পিতা- থাংছুঙ্গা, বাড়ী-চালাতলান, পিএস- বাওংকন, জেলা আইজল, ভানলালুয়াটা (২৫ বছর)পিতা- থানঘলরা, বাড়ী- রামলুন দক্ষিণ, পিএস- বাওংকোন, জেলা-আইজল এবং লিয়ানসঙ্গা (46 বছর) পিতা- হরঙ্গটিঙ্কাবা, বাড়ী- আর্মড ভেং, পিএস- আইজল, জেলা-আইজল। আটক ব্যাক্তিদের কাছ থেকে 39,020 টাকা আইএনআর (নগদ) এবং অন্যান্য জিনিষগুলিও উদ্ধার করা হয়েছে। আইন অনুযায়ী বিষয়টি নিয়ে তদন্ত শুরু করা হয়েছে।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন