এই মুহূর্তের খবর ঝলকঃ
মানবিক মুখ হয়ে দুঃস্থদের পাশে পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতি
নিজস্ব সংবাদদাতা , কলকাতা , ২৫ অগাস্টঃ মঙ্গলবার ২৫ আগস্ট উত্তর কলকাতার অষ্টম চক্র আয়োজিত কলকাতা কর্পোরেশনের ৩৭ নং ওয়ার্ডে নেতাজী বিদ্যালয়ে করোনার কারণে লকডাউনের ফলে কর্মহীন , সহায় সম্বলহীন অসহায় ১৫০ জন দুঃস্থ মানুষজনের মধ্যে মাস্ক, স্যানিটাইজার-সহ খাদ্য সামগ্রী বিতরণ করল পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষা সমিতি। এদিন সদ্যনিযুক্ত পশ্চিম মেদিনীপুর জেলার প্রাথমিক শিক্ষা সংসদে গভর্নমেন্ট নমিনি তথা সংগঠনের রাজ্য সাধারণ সম্পাদক কৃষ্ণেন্দু বিষয়ীকে সংবর্ধনা জানান হয় । অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য সহ সভাপতি পলাশ সাধুখাঁ, রাজ্য সম্পাদক সুনীল দেবনাথ, জেলার দুই কার্যকরী সভাপতি মনোজ ভট্টাচার্য, টিঙ্কু রজক, সংগঠনের জেলার সম্পাদক অলোক শুক্লা, চক্র সম্পাদক সৌমিত্র ভট্টাচার্য, নেতাজী বিদ্যালয়ের প্রধান শিক্ষক কেদার আলি আজাদ, ১৬নং চক্র সহ সভাপতি আফতাব আহমেদ ও, টালীগঞ্জ
চক্র সভাপতি উত্তম পোদ্দার ১৮ নম্বর চক্র সভাপতি জয়দেব মন্ডল প্রমুখ।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন