উত্তরবঙ্গের দিন প্রতিদিন

 এই মুহূর্তের খবর ঝলকঃ


 সারথি দেবীর পুলিশের কাছে জমা দেওয়া কুড়িয়ে পাওয়া গয়নার ব্যাগ ফেরত নিলেন ব্যাগের মালিক 


নিজস্ব সংবাদদাতা , শিলিগুড়ি , ২৫ অগাস্টঃ   হারিয়ে যাওয়া গয়না ফেরত পেলেন শিলিগুড়ি এক গৃহবধু ।প্রসঙ্গত, গত শনিবার রাতে ৩৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সারথি রায় ভক্তিনগর পাইপলাইন থেকে একটি ব্যাগ কুড়িয়ে পান।সেই ব্যাগে একটি সোনার চেন, লকেট ও কিছু টাকা ছিল।এরপরই তিনি বিষয়টি ওয়ার্ড কো-অর্ডিনেটর চন্দ্রানী মন্ডলকে জানান।তার পরামর্শ অনুযায়ী রবিবার  এনজেপি থানায় যান সারথী দেবী।গোটা বিষয়টি পুলিশকে জানিয়ে গয়না ও টাকা সহ সেই ব্যাগ পুলিশের হাতে তুলে দেন তিনি।

সংবাদমাধ্যমে এই খবর সম্প্রচার হওয়ার পরই বিষয়টি জানতে পারেন ভক্তিনগরের নিবাসী গৃহবধু অমৃতা দাস মন্ডল।এরপরই সারথি রায়ের সঙ্গে যোগাযোগ করে মঙ্গলবার তাকে নিয়ে এনজেপি থানায় যান গৃহবধূ অমৃতা দাস।এনজেপি থানার পুলিশ  প্রমান সাপেক্ষে সেই সামগ্রী  তুলে দেন গৃহবধূর হাতে।হারিয়ে যাওয়া সামগ্রী পেয়ে খুশি গৃহবধূ।

মন্তব্যসমূহ