আমাদের নিয়মিত সাহিত্য সাধনা
বর্তমান বাংলা সাহিত্যকে যারা স্বর্ণ শিখরে নিয়ে চলেছেন , সাহিত্যিক তপন বন্দ্যোপাধ্যায় তাঁদের মধ্যে অগ্রগণ্য। আমাদের বেহালার দিন প্রতিদিনের পাতায় তাঁর অক্ষরকে তিনি দিয়েছেন। আমরা ধন্য।
শাইকু
আলোকচিত্র : তনুশ্রী পাল ,
মূর্তি নদী, জলপাইগুড়ি
তপন বিরচিত
এক একটা বিকেল ইচ্ছে করে নদীর কিনারে
উচ্ছল জলের সঙ্গে দু' দণ্ড কথাবার্তা হোক
জলেরও তো বলার থাকে কিছু কথা, একা, চুপিসারে
চলো আজ তাকে শুনি, ঋদ্ধ করে তুলি অন্তর্লোক।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন