এই মুহূর্তের খবর ঝলকঃ
নিয়ন্ত্রণ হারিয়ে পেট্রোল ট্যাঙ্কার দোকানে ধাক্কা
নিজস্ব সংবাদদাতা , জলপাইগুড়ি, ২৪ আগস্ট : রবিবার রাতে নিয়ন্ত্রণ হারিয়ে একটি পেট্রোল ট্যাঙ্কার একটি দোকানের ধাক্কা মারার ঘটনায় ব্যাপক আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয় জলপাইগুড়ি শহর সংলগ্ন পাতকাটা নাওয়া পাড়া এলাকায়। আহত হয়েছে টেঙ্কারের চালক তাকে জলপাইগুড়ি সুপার স্পেশালিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রবিবার রাত ৯টা নাগাত জলপাইগুড়ি থেকে শিলিগুড়ির দিকে যাচ্ছিল একটি পেট্রোল ট্যাঙ্কার। স্থানীয় বাসিন্দা সুত্রে যানাগেছে জলপাইগুড়ি পাতকাটা নাওয়াপাড়া এলাকায় হটাৎ পেট্রোল বোঝাই ট্যাঙ্কারটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি দোকানে গিয়ে ধাক্কা মারে। ট্যাঙ্কারটি ক্ষতি হলেও অল্পের জন্য প্রানে বাঁচলেন দোকানের মালিক। আহত হয়েছে ট্যাঙ্কারের চালক তাকে জলপাইগুড়ি সুপার স্পেশালিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে। ট্যাঙ্কাটিতে পেট্রোল থাকায় ব্যাপক আতঙ্কের সৃষ্টি হয়েছে বাসিন্দাদের মধ্যে। ঘটনার খবর পেয়ে জলপাইগুড়ি কোতয়ালী থানার পুলিশ গিয়ে ক্রেনের সাহায্যে পেট্রোল ট্যাঙ্কারটিকে অন্যত্র সরিয়ে নিয়ে যায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন