আমাদের নিয়মিত সাহিত্য সাধনা
বর্তমান বাংলা সাহিত্যকে যারা স্বর্ণ শিখরে নিয়ে চলেছেন , সাহিত্যিক তপন বন্দ্যোপাধ্যায় তাঁদের মধ্যে অগ্রগণ্য। আমাদের বেহালার দিন প্রতিদিনের পাতায় তাঁর অক্ষরকে তিনি দিয়েছেন। আমরা ধন্য।
শাইকু
আলোকচিত্র : আশিস চক্রবর্তী
তপন বিরচিতপাখিটি তোমার কাছে কিছু বলেছিল বড়ো মুখে
তুমি কি শোনোনি কথা? তুমি কিন্তু উত্তর দিলে না!
কী যে অভিমান তার, তোমার সামান্য ভুলচুকে
পাখিরা তো প্রতিবেশী, সে ভাষা কি তোমার অচেনা!
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন