দিন প্রতিদিন বিশেষ

 

টয় ট্রেন জন্মদিন বিশেষ 


  দার্জিলিংয়ের টয় ট্রেনের  ১৪০ তম জন্মদিন পালন শিলিগুড়িতে 



কুশল দাশগুপ্ত , দার্জিলিং , ২৪ অগাস্টঃ 

 দার্জিলিং হিমালয়ান  রেল পশ্চিমবঙ্গের শিলিগুড়ি থেকে দার্জিলিং শহরের মধ্যে চলাচলকারী একটি ২ফুট ন্যারো গেজ রেল পরিষেবা। এই রেল টয় ট্রেন নামে সমধিক পরিচিত। দার্জিলিং হিমালয়ান রেল ভারতীয় রেল কর্তৃক পরিচালিত।

১৮৭৯ থেকে ১৮৮১ সালের মধ্যবর্তী সময়ে নির্মিত এই রেলপথের দৈর্ঘ্য ৮৬ কিলোমিটার (৫৩ মাইল)। এর উচ্চতার মাত্রা শিলিগুড়িতে ১০০ মিটার (৩২৮ ফুট) এবং দার্জিলিঙে ২,২০০ মিটার (৭,২১৮ ফুট)। আজও এটি বাষ্পচালিত ইঞ্জিনে চলে। দার্জিলিঙের মেল ট্রেনের জন্য ডিজেল চালিত ইঞ্জিন ব্যবহার করা হয়।

১৯৯৯ সালে ইউনেস্কো দার্জিলিং হিমালয়ান রেলকে বিশ্ব ঐতিহ্যের তালিকাভুক্ত করে। ২০০৫ সালে নীলগিরি পার্বত্য রেলকেও এর সঙ্গে বিশ্ব ঐতিহ্যের তালিকাভুক্ত করা হয়।   

২৩ শে আগস্ট ১৮৮০  সালে শিলিগুড়ি থেকে কারসিয়ংয়ের মধ্যে চলাচল শুরু করে।আজ শিলিগুড়ি জংসনে এই 140তম দিবস উদযাপন করা হল। এই উপলক্ষে রেলের বিভিন্ন কাজ নিয়ে আলোচনা করা হল। উপস্থিত ছিলেন উত্তর পূর্ব রেলের জেনারেল ম্যানেজার সহ রেলের উচ্চপদস্থ অফিসারেরা। ( সুত্রঃ উইকি) 

মন্তব্যসমূহ