এই মুহূর্তের খবর ঝলক
শিলিগুড়ি বিধান মার্কেটের অবৈধ নির্মাণ চিহ্নিত, আইনানুগ ব্যস্থা গ্রহণের কথা বললেন এস ডি জে এ চেয়ারম্যান
নিজস্ব সংবাদদাতা, শিলিগুড়ি, ২৫ অগাস্টঃ শিলিগুড়িতে বে আইনি নির্মান নিয়ে বিধান মার্কেট ব্যাবসায়ী সমিতিকে এক হাত নিলো এস জে ডি এ।গতকাল এস জে ডি এর পক্ষ থেকে জানানো হয়েছে মার্কেট কমিটিকে আরো এক সপ্তাহ সময় দেওয়া হল এই বে আইনি নির্মান ভাঙার জন্য।এই এক সপ্তাহের মধ্যে যদি তারা এই বে আইনি নির্মান যদি নিজেরা না ভাঙেন তবে এস জে ডি এর পক্ষ থেকে ভেঙে ফেলা হবে ওই বে আইনি নির্মান,এদিকে এই নির্মান নিয়ে পর্যটনমন্ত্রী গৌতম দেব এবং নান্টু পালের মধ্যে যে চাপান উতর শুরু হয়েছে বলে খবর প্রচারিত হয়েছে তা অসত্য বলে দাবী করেছেন বলে জানালেন এগারো নম্বরের কোয়ার্ডিনেটার মঞ্জুশ্রী পাল,তিনি জানালেন এই রকমের কোন ঘটনাই ঘটে নি এটা এক ধরনের অপপ্রচার এটা বিরোধীদের আমাদের বিরুদ্ধে একটা ষড়যন্ত্র।আমাদের বলা হয়েছে আমরা সেটা করে দেবো।এবং সময় সেটা জানিয়ে দেবে।
আজ শিলিগুড়ির বিধান মার্কেট পরিদর্শন করলেন এস ডি জে এ এর চেয়ারম্যান বিজয় চন্দ্র বর্মন,সঙ্গে ছিলেন মহকুমা শাসক সুমন সহায়।
এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে এসজেডিএ চেয়ারম্যান বিজয় চন্দ্র বর্মন বলেন, মোটি ৯টি অবৈধ নির্মাণের খবর আমরা পেয়েছি।দোকান গুলোকে চিহ্নিত করা হয়েছে।তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী কাজ হবে৷
তিনি আরও জানান, পরিদর্শনে এসে আরো বেশকিছু অবৈধ নির্মাণের সন্ধান পাওয়া গিয়েছে।সেগুলি চিহ্নিত করা হবে এবং আইনি পদক্ষেপ নেওয়া হবে।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন