আমাদের নিয়মিত সাহিত্য সাধনা
বর্তমান বাংলা সাহিত্যকে যারা স্বর্ণ শিখরে নিয়ে চলেছেন , সাহিত্যিক তপন বন্দ্যোপাধ্যায় তাঁদের মধ্যে অগ্রগণ্য। আমাদের বেহালার দিন প্রতিদিনের পাতায় তাঁর অক্ষরকে তিনি দিয়েছেন। আমরা ধন্য।
শাইকু
তপন বিরচিত
জলের সঙ্গে কথা ছিল তাই জলের সমীপে
বসেছিলে বেলাবেলি, ভুরুকাঁপে কত জলকেলি
জলও কি দুষ্টু কম! কখন যে পা টিপে টিপে
হঠাৎ ভিজিয়ে দিয়ে হেসে বলল, এসো, আরও খেলি।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন