উত্তরবঙ্গের দিন প্রতিদিন

 এই মুহূর্তের খবর ঝলকঃ

করোনার বিরুদ্ধে রাজনীতি ভুলে , এক হয়ে লড়াই করার ডাক পর্যটন মন্ত্রীর 


নিজস্ব সংবাদদাতা , শিলিগুড়ি , ২৩ অগাস্টঃ  করোনা নিয়ে কোন রাজনীতি করা হবে না জানালেন পযটন মন্ত্রী গৌতম দেব।জানালেন কে দায়ী , আর কে দায়ী নয় , এটা কোন বড় কথাই নয়, কথা হল কিভাবে এই রোগের বিরুদ্ধে লড়াই করা যায় । সেটাই বড় কথা।  এই রোগের সাথে লড়াই করতে হলে প্রথমে নিজেদের এক হতে হবে । তারপর চিকিৎসার পরিকল্পনা করতে হবে।শিলিগুড়িতে করোনাকে  কমাতে হলে দরকার পরিকল্পনা যে পরিকল্পনা থেকে করোনার বিরুদ্ধে কি করা উচিত কি নয় , সেটা ভাবার একটা প্রচেষ্টা হতে পারে।শিলিগুড়িতে করোনা আক্রান্ত কেন এত বাড়ছে সে নিয়ে গৌতম দেব জানান শিলিগুড়িতে নানা জায়গা থেকে লোক আসছে,কে কোথায় ছিলো , সেটা জানা কোনমতেই সম্ভব নয়,আমরা যেটা করতে পারি সেটা হল মানুষকে সচেতন করতে। যেটা থেকে অন্ততঃ করোনার সংক্রমণ থেকে রক্ষা পাবার বিষয়ে আগাম সতর্কতা নেওয়া যেতে পারে।পর্যটনমন্ত্রী আরো জানান আমরা সবাই মিলে যদি করোনাকে প্রতিরোধ করি একসঙ্গে তবে হয়ত কিছুটা সংক্রমন কমতেও পারে।

মন্তব্যসমূহ