উত্তরবঙ্গের দিন প্রতিদিন

 মানবিক মুখ


চা বাগানের ১০০ টি পরিবারের হাতে খাদ্য সামগ্রী ব্যাক্তিগত ভাবে তুলে দিলেন দার্জিলিং এর এস পি ও তাঁর স্ত্রী 


সজল দাশগুপ্ত , দারজিলিং,২৩ অগাস্টঃ  দুই হাজার কুড়ি সালের শুরু থেকেই  করোনা মহামারী থাবা বসিয়েছে গোটা বিশ্বে, পুরো বিশ্বের অর্থনীতি এখন সংকটের মধ্যে চলছে, গরিব খেটে-খাওয়া মানুষ গুলোর অবস্থা দিন দিন আরও কঠিন হয়ে উঠেছে । দু'মুঠো খাবারের ব্যবস্থা  ঠিকমতো তারা করতে পারছেন না, বিশেষ করে উত্তরবঙ্গের চা বাগান গুলিতে। এখানে দিন আনা দিন খাওয়া মানুষ গুলোর অবস্থা খুব শোচনীয়।   এই রকম পরিস্থিতিতে মানবতার উদাহরণ রাখলেন দার্জিলিং জেলার এসপি ও ওনার স্ত্রী , দীর্ঘ পাঁচ মাস লকডাউন এর জন্য সমস্ত চাবাগান বন্ধ হয়ে আছে, চা বাগানে কর্মরত শ্রমিকদের অর্থনৈতিক পরিস্থিতি বর্তমানে খুব খারাপ, দার্জিলিং জেলার এসপি ও ওনার স্ত্রী আজ মিলন বাড়ি চা বাগানের১০০ টি  দুস্থঃ  পরিবা্রের হাতে  মাস্ক, স্যানিটাইজার, খাদ্য সামগ্রী  তুলে দিলেন। 

মন্তব্যসমূহ