উত্তরবঙ্গের দিন প্রতিদিন

 এই মুহূর্তের খবর ঝলক


শিলিগুড়িতে একেবারেই  স্বস্তি মিলছে না করোনা সংক্রমণ থেকে 



নিজস্ব সংবাদদাতা , শিলিগুড়ি , ২৩ অগাস্টঃ শিলিগুড়ি বা তাঁর লাগোয়া এলাকায় সংক্রমণ কিছুটা কমার পর , আবার বাড়ছে। ফলে চিন্তার ভাঁজ স্বাস্থ্য দপ্তর থেকে জেলা প্রশাসনের । এই বেড়ে চলা নিয়ে ইতিমধ্যেই আলোচনা চলছে একটা রুপরেখা তৈরির।

এদিকে   শিলিগুড়িতে আবারও বাড়ল করোনা আক্রান্তের সংখ্যা গতকাল শিলিগুড়িতে আক্রান্তের সংখ্যা বেড়েছে অনেকটাই।শিলিগুড়ির বিভিন্ন ওয়ার্ডে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে।বাড়ছে চিন্তাও।একে অন্যকে দোষারোপ করে যাচ্ছেন জেলা সাস্থ্য আধিকারিকেরা।শিলিগুড়ির এককটি ওয়ার্ড থেকে একেক অভিযোগ আসছে।কোথাও করোনা রোগীকে নিয়ে আবার কোথাও রোগীর আত্মীয়দের নিয়ে,শিলিগুড়ি পুরসভার বাইরেও করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা মাটিগাড়া এবং নকসারবাড়িতেও বাড়ছে করোনা আক্রান্ত,এ বিষয়ে জেলা সাস্থ্য আধিকারিকের সাথে কথা বলে জানা গেছে কলকাতা থেকে তিন চারজনের একটি দল আসছে শিলিগুড়িতে বতর্মান করোনা পরিস্থিতি পর্যালোচনা করবার  জন্য।শিলিগুড়িতে তিন হাজারের বেশী মানুষ আক্রান্ত করোনাতে অবশ্য এর মধ্য ছাড়া পেয়েছেন দুহাজারের মতন তবে এখনো কাটেনি শিলিগুড়িতে মানুষের চিন্তা।

মন্তব্যসমূহ