এই মুহূর্তের খবর ঝলকঃ
ভয় পাই না করোনাকে, শুরু থেকে আজ পর্যন্ত করোনা আক্রান্তের পাশে থেকে অভয় শিলিগুড়ি পুরসভার ১৪ নম্বর কো অর্ডিনেটরের
নিজস্ব সংবাদদাতা , শিলিগুড়ি , ২৪ অগাস্টঃ নিজে দাড়িয়ে থেকে করোনা রোগীকে গাড়িতে তুলে দিয়েছেন।আবার আক্রান্তের বাড়িতে তুলে দিয়েছেন খাবার আবার কখনো অর্থসাহায্য করছেন রোগীদের এই ভাবে মানুষের পাশে থাকছেন শিলিগুড়ির ১৪ নং ওয়ার্ডের কোয়ার্ডিনেটার শ্রাবনী দত্ত।তিনি জানিয়েছেন যতক্ষন পারবো করবো।আমি আমার চেষ্টার কোন ত্রুটি রাখবো না।এই ছয়মাসে সবসময় মানুষের পাশে থেকেছি চেষ্টা করছি মানুষের পাশে থেকে লড়াই করবার,আমি জানি এতে সমস্যা আছে কিন্তুু আমাকে পিছিয়ে গেলে চলবে না।এই লড়াই সবার।
আমি গত ছয় মাস ধরে মানুষের জন্য যতটক করা যায় করে গেছি.এখন আমার একটাই লক্ষ কিভাবে দেশ থেকে করোনা না যাওয়া পযর্ন্ত মানুষের পাশে দাড়িয়ে তাদের সাহায্য করতে পারা যায়। প্রতিদিন সানেটাইজ করে যাচ্ছেন,প্রতিদিন নিজে খোজ নিচ্ছেন তাই করোনাকে আর ভয় পাই না জানালেন শিলিগুড়ির ১৪ নং ওয়ার্ড কোয়ার্ডিনেটার।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন