উত্তরবঙ্গের দিন প্রতিদিন

 এই মুহূর্তের খবর ঝলকঃ

টাকা ও গয়না ফেরত দিয়ে সততার নজির  শিলিগুড়ির সারথি দেবীর


নিজস্ব সংবাদদাতা , শিলিগুড়ি , ২৩ অগাস্টঃ এখনও মানুষ সৎ আছেন। আর সে সততার নজির আমরা মাঝে মধ্যেই পেয়ে থাকি। যেমন পাওয়া গেল শিলিগুড়ি শহরে। সততার নজির গড়লেন  শিলিগুড়ি শহরের৩৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সারথি দেবী, গতকাল রাত্রিবেলা ভক্তিনগর পাইপ লাইনের সংলগ্ন রাস্তাতে তিনি একটি ব্যাগ দেখতে পান, ব্যাগের মধ্যে ছিল সোনার গহনা, ও টাকা, সঙ্গে সঙ্গে তিনি ৩৫ নম্বর ওয়ার্ডের কো-অর্ডিনেটর চন্দ্রানী মন্ডল কে এই ঘটনাটি জানান, এবং শিলিগুড়ি এনজিপি থানায় আজ তিনি গহনা ও টাকা ভর্তি ব্যাগ টি জমা দিয়ে আসেন, এনজিপি থানার পুলিশ সারথি দেবী র এমন কাজের জন্য অবাক হয়েছে, ৩৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা  সারথি দেবী র এইরকম কাজ করার জন্য অনেক প্রশংসা করেছেন। যদিও সারথি দেবী সামনে আসতে চাননি। 

মন্তব্যসমূহ