দেশ বিদেশের দিন প্রতিদিন

বিহারে অত্যাধুনিক কোভিদ  হাসপাতাল  

 ডিআরডিও ' র    তৈরি  বিহারে প্রথম অত্যাধুনিক কোভিদ  হাসপাতাল 

 

সোমা মুখোপাধ্যায় , কলকাতাঃ 

২৪  আগস্ট পাটনায় ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ডিআরডিও) দ্বারা প্রতিষ্ঠিত ১২৫ টি আইসিইউ বেড সহ একটি ৫০০ শয্যাবিশিষ্ট কোভিড হাসপাতালের উদ্বোধন করলেন  মাননীয় কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রায়। বিহারে নবনির্মিত ইএসআইসি হাসপাতালে অবস্থিত এই হাসপাতালটি ডিআরডিওর দ্বারা তৈরি করা হয়েছে।  দিল্লী ক্যান্টের ১০০০ শয্যা বিশিষ্ট সরদার বল্লভভাই প্যাটেল হাসপাতালের আওতায় নির্মিত হয়েছে এটি। এই হাসপাতালের জন্য জরুরি অবস্থা পরিস্থিতিতে  (প্রধানমন্ত্রী কার্স) ট্রাস্ট বরাদ্দ করেছেন প্রধানমন্ত্রীর নাগরিক সহায়তা ত্রাণ তহবিল। মোজাফফরপুরে এ জাতীয় আরেকটি হাসপাতাল স্থাপন করা হবে। 

হাসপাতালের জন্য কাঠামোগত সুবিধার মধ্যে রয়েছে বিদ্যুত, শীতাতপ নিয়ন্ত্রণ ঘর, পরিস্কার  জল সরবরাহ, ফায়ার ফাইটিং এবং ডিজেল জেনারেটর ব্যাকআপ, প্রতিটি বিছানায় অক্সিজেন পাইপ, লিফটস এবং উন্নত প্রযুক্তির মর্গ। হাসপাতালটি সাত তলা ইএসআইসি হাসপাতালের অন্তর্ভুক্ত। ডিআরডিও প্রশাসনিক ব্লকের মতো ডাক্তারের ঘর, ট্র্যাজ এরিয়া, দর্শনার্থীদের থাকার জায়গা রয়েছে। এছাড়া   ভেন্টিলেটর, মনিটরের সঙ্গে  আইসিইউ শয্যা ১২৫ টি,  সাধারণ শয্যা ৩৭৫ টি, ১০ কেএল ক্রায়োজেনিক তরল মেডিকেল অক্সিজেন ভ্যাসেল, প্রতিটি বিছানায় অক্সিজেন সরবরাহ, পিপিই কিটস এবং স্যানিটাইজার্স, সিসিটিভি নজরদারি সিস্টেম, ভোজনযোগ্য আইটেম সহ গৃহকর্ম সেবা, ফার্মেসী, মেডিকেল প্যাথলজি ল্যাব, ক্যাটারিং সার্ভিস, লন্ড্রি সার্ভিস, অ্যাম্বুলেন্স পরিষেবা। কম্পিউটারাইজড হাসপাতাল ম্যানেজমেন্ট সিস্টেম, বৈদ্যুতিক সিস্টেম, এয়ার কন্ডিশনার সিস্টেম, ডিজি সেট ইত্যাদির জন্য পেশাদার ম্যানেজিং অ্যান্ড মেইনটেনেন্স স্টাফকে নিযুক্ত করা হয়েছে। এছাড়া হাসপাতালের জন্য ডক্টর, নার্স এবং অন্যান্য সহায়ক মেডিকেল স্টাফ ইত্যাদি প্রদান করেছেন অধিদপ্তর জেনারেল সশস্ত্র বাহিনী মেডিকেল সার্ভিসেস (ডিজিএফএমএস)।

মন্তব্যসমূহ