এই মুহূর্তের খবর ঝলক
বেতন না পেয়ে বিক্ষোভে সামিল স্বাস্থ্য বিভাগের করোনা যোদ্ধারা
নিজস্ব সংবাদদাতা , শিলিগুড়ি , ২৪ অগাস্টঃ সামনে দাঁড়িয়ে যারা করোনার বিরুদ্ধে লড়াই করছেন , সেই সব করোনা যোদ্ধারা এবার পেটের তাগিদে বিক্ষোভে সামিল। স্বাস্থ্য বিভাগের কর্মীরা বেশ কিছু দাবি নিয়ে কয়েকদিন আগেও বিক্ষোভ দেখিয়েছিলেন , আজ আবার দেখালেন।
আজ সকালে শিলিগুড়ি পৌরনিগমের এর সামনে বিক্ষোভ প্রদর্শন করেন স্বাস্থ্য বিভাগের কর্মীরা, তারা জানান গত জুলাই মাস থেকে তারা কোনো বেতন পাচ্ছেন না, যার জন্য তারা বাধ্য হয়ে এ বিক্ষোভের পথে অগ্রসর হয়েছে ন, বকেয়া বেতনের দাবিতে ও তাদের বেতন বৃদ্ধির দাবিতে তারা এই বিক্ষোভ শিলিগুড়ি পুরো নিগমের সামনে করেন, মোট 262 জন স্বাস্থ্যকর্মী এ বিক্ষোভ কর্মসূচিতে যোগদান করেন, এই ভয়াবহ করণা পরিস্থিতিতে তারা বাড়ি বাড়ি গিয়ে করণা সার্ভের কাজ করে চলেছেন, এবং অন্যান্য স্বাস্থ্য সম্পর্কেও কাজ তারা করে চলেছে ন, কিন্তু গত জুলাই মাস থেকে তারা কোনো বেতন পাননি, বকেয়া বেতন আর তাদের বেতন যদি বৃদ্ধি না হয় এরপর তারা 7 দিনে র অবস্থান-বিক্ষোভ করবেন যেখানে তারা আমরণ অনশন এর কর্মসূচি নেবেন ।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন