এই মুহূর্তের খবর ঝলকঃ
দেড় মাস পরে খুলল কোচবিহারের মদন মোহন মন্দির
সজল দাশগুপ্ত , কোচবিহার , ২৪ অগাস্টঃ প্রায় দেড় মাস পর কোচবিহার শহরের বিখ্যাত মদনমোহন মন্দিরের দরজা খুলল। করোনার কারণে বন্ধ ছিল এই মন্দির । এবার বিখ্যাত মদন মোহনের রথযাত্রা করোনার আবর্তে নম নম করে হয়েছিল।
ভক্তদের জন্য খুলে দেয়া হলো, তবে অবশ্যই কিছু বিধিনিষেধ থাকবে, একসঙ্গে ১৫ জন ভক্তের বেশি মন্দিরে প্রবেশ করতে পারবে না, কোন ভক্ত মন্দিরের প্রাঙ্গণে উঠতে পারবে না, এছাড়াও ফল এবং সন্দেশ ছাড়া অন্নভোগ প্রসাদ হিসেবে দেওয়া যাবে না, মন্দিরে প্রবেশের আগে সকলের থার্মাল স্ক্রীনিং করতে হবে, মদনমোহন মন্দির সকালে দশটার থেকে.১ টা পর্যন্ত খোলা থাকবে, আর বিকেলে চারটের থেকে৬ টা পর্যন্ত খোলা থাকবে মন্দির ।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন