এই মুহূর্তের সংবাদ ঝলকঃ
উত্তরবঙ্গের পাহাড়ি অঞ্চলে করোনার হানা, চিন্তিত স্বাস্থ্য দপ্তর
নিজস্ব সংবাদদাতা, দার্জিলিং , ৩১ জুলাইঃ সমতলে করোনার তান্ডব বাড়ছিলই। এবার সেই থাবা গিয়ে পড়ল উত্তরবঙ্গের একেবারে পাহাড়ে।
পাহাড়ে বাড়ছে করোনা সংক্রমন।উদ্বিগ্ন স্বাস্থ্য দপ্তর।দিনের পর দিন সংক্রমণ বেড়েই চলেছে পাহাড়ে। বিশেষ করে দার্জিলিং কালিম্পং এবং কার্শিয়াং এ করোনা আক্রান্ত হয়েছেন পঞ্চাশ জনেরও বেশী।পাহাড়ে করোনা আক্রান্ত বেড়ে যাওয়াতে চিন্তায় ,ফেলেছে রাজ্যেরপ্রশাসনকেও ।যেখানে পাহাড়ে আক্রান্তের সংখ্যা ছিলোই না সেখানে রোজ বাড়ছে আক্রান্তের সংখ্যা শুধু ।দার্জিলিং এর পাহাড়ের অঞ্চল নয় সঙ্গে কার্শিয়াং এও রোজ বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা।আক্রান্তদের মধ্যে কোন উপসর্গ না থাকায় সমস্যা বেড়েছে অনেকটাই।যেখানে যেখানে তারা যাচ্ছেন পরীক্ষা করতে , সেখানে সেখানে ঠিকমত পরীক্ষাও হচ্ছে না বলে অভিযোগ তাদের।পাহাড়ী এলাকাতে করোনা ভয়াবহ আকার নিতে পারে বলে আশঙ্কা স্বাস্থ্য দপ্তরের।পাহাড়ের মানুষদের যতটা সম্ভব সামাজিক দূরত্ব মেনে থাকতে বলছেন পাহাড়ের রাজনৈতিক সংগঠনগুলি। কেননা একবার আক্রান্ত হয়ে পড়লে চিকিৎসা করা মুষ্কিল হয়ে পড়ছে পাহাড়ে , একথা জানিয়েছেন পাহাড়ের ডাক্তারদের একাংশ।দার্জিলিং এর সরকারি হাসপাতাল গুলিতেও করোনার পরীক্ষাও ঠিকমতো করা হচ্ছে না বলে জানিয়েছে সেখানকার বেশকিছু স্থানীয় মানুষ।সিকিমের করোনা পরিস্থিতিও খুব একটা সন্তোষজনক নয়।সিকিমে করোনায় আক্রান্ত হয়েছেন প্রায় ৭০জনের কাছাকাছি।গ্যাংটকে করোনা আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে দিনের পর দিন।সিকিম সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যথাসম্ভব সামাজিক দুরত্ব বজায় রেখে চলতে ও স্বাস্থ্য বিধি মানতে।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন