উত্তরবঙ্গের দিন প্রতিদিন

এই মুহূর্তের খবরের ঝলকঃ 
তিস্তার ভুমিধসে বিচ্ছিন্ন উত্তরবঙ্গ 



নিজস্ব সংবাদদাতা, শিলিগুড়ি , ২৯ জুলাইঃ প্রবল বর্ষণ চলছে উত্তরবঙ্গে। একদিকে যেমন বাড়ছে সমস্ত নদীর জলস্তর। অন্যদিকে ভূমিধসে জেরাবার যোগাযোগ ব্যবস্থা। গত কয়েকদিনে তিস্তা সংলগ্ন এলাকায় ভূমিধসের ঘটনা ঘটেছে। এই ধসের ফলে উত্তরবঙ্গের সমতলের সঙ্গে যোগাযোগ একেবারেই বিচ্ছিন্ন বলা যেতে পারে। প্রশাসনের তরফে ধস সরানোর কাজ চললেও, প্রাকৃতিক দুর্যোগের কারণে তা ব্যহত হচ্ছে। এখন পাহাড়ে ছিলেন বেশ কিছু পর্যটক , তাঁরা আটকে পড়েছেন। আটকে পড়েছে অত্যাবশ্যকীয় দ্রব্যের গাড়ি গুলিও। 
তিস্তার ভুমিধসে আটকে অনেকেই।গতকাল থেকে ভুমিধস শুরু হয়েছে তিস্তায়।আর তাতেই আটকে বহু মানুষ।ভুমিধসের কবলে পড়ে আটকিয়ে অনেকেই।অনেক মালবোঝাই গাড়ি আটকিয়ে পড়েছে তিস্তায়।ক্রেন দিয়ে  মাল সরানো হচ্ছে ঠিকই তবে  তাতে প্রচুর সময় লাগবে বলে জানিয়েছেন আধিকারিকেরা।গত তিনদিনে তিস্তার সামনে আটকিয়ে আছে প্রচুর মালবাহী গাড়ি আটকিয়ে প্রচুর বাস এবং অন্যান্য যানবাহনও।আটকিয়ে পড়েছে বহু সরকারি গাড়িও। তিস্তার আশেপাশের থেকেও প্রচুর ধস নামাতে সম্পুর্ন বন্ধ হয়ে আছে রাস্তা তবে রাত্রে কাজ করতে না পারায় পাথর সরাতে দেরী হচ্ছে বলে জানিয়েছেন আধিকারিকেরা।

মন্তব্যসমূহ