দেশ বিদেশের দিন প্রতিদিন



ভারতের মাটিতে নামছে র‍্যাফায়েল , আটোসাটো নিরাপত্তার ঘেরেটোপ গোটা আম্বালা জুড়ে


বিশেষ প্রতিনিধি , কলকাতা , ২৮ জুলাইঃ   আগামীকাল ভারতের মাটি ছুঁচ্ছে র‍্যাফায়েল যুদ্ধ বিমান। তার আগেই নিরাপত্তার আটসাটো বাঁধুনিতে মুড়ে ফেলা হয়েছে আম্বালা ক্যান্টনমেন্ট । ইতিমধ্যে সেখানে ,মানে এই বিমান ক্ষেত্রের চারপাশে ১৪৪ ধারা লাগু করা হয়েছে। বিশেষ করে আম্বালা বিমানক্ষেত্রের আশপাশের চারটি গ্রামে জারি হয়েছে ১৪৪ ধারা। আম্বালার ডি এস পি ট্র্যাফিক সংবাদ সংস্থাকে জানিয়েছেন যে , যাতে ওই সব এলাক্র বাড়ির ছাদে ভিড় না হয় , বা কেউ ছবি না তুলতে পারে , সেই কারণেই এই ব্যবস্থা।


 অন্যদিকে এই এলাকার মধ্যে ড্রোন ওড়ানো নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এদিকে সংবাদ সংস্থাকে আম্বালা ক্যান্টনমেন্টের ডি এস পি জানিয়েছেন , পুরো এলাকাকে নো ড্রোন এলাকা হিসেবে ঘোষণা করা হয়েছে। যদি কেউ আইন ভাঙ্গে বা ছবি তোলা চেষ্টা করে , তাহলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেবে প্রশাসন। ফ্রান্স থেকে ভারতের বিমান বাহিনীর দক্ষ পাইলটরা নিয়ে আসছেন র‍্যাফায়েল কে। ভারতে নিযুক্ত ফ্রান্সের রাস্ট্রদূত এমানুয়েল বলেছেন , যারা এই বিমান গুলি  নিয়ে আসছেন , তারা যথেষ্ট দক্ষতার পরিচিয় দিয়েছেন প্রশিক্ষণের সময়।


মন্তব্যসমূহ