দিন প্রতিদিন বিশেষ

আজকের বিশেষঃ
 ৭৫ এ পা দিলেন জাদুকর  পি সি সরকার জুনিয়র




সমীরণ দাস , কলকাতা , ৩১ জুলাইঃ  আজ পঁচাত্তরে পড়লেন জুনিয়র পি সি সরকার। তিন ভাই এর মেঝ ভাই পি সি সরকার। ১৯৪৬ সালের ৩১ জুলাই টাঙাইলে জন্মগ্রহণ করেন পিসি সরকার। বড় চাই, প্রফুল্ল একজন ইলেক্ট্রিক্যাল  ইঞ্জিনিয়ার, আর ছোত ভাই  প্রভাস হচ্ছেন পাইলট। বাবা , পদ্মশ্রী সিনিয়র পিসি সরকারেরর সঙ্গে থাকতে থাকতেই ম্যাজিকে হাতেখড়ি। এরপর বাবার মত বিশ্ব জয়। তার পুরো নাম প্রদিপ চন্দ্র সরকার । বাবার পর নিজের মত করে সাজিয়ে তোলেন তার ম্যাজিকের দূনিয়া। অনেকে বলেন তার দলগত্ত প্রদর্শনীতে ব্যবহার করা হয় প্রায় ৪০০ রকমের পোশাক। তার ম্যাজিক শোতে যে শব্দ ব্যবহার করা হয় , সেটার শ্রস্টাও তিনি। সবার হয়ত মনে আছে ৮ নভেম্বর , ২০০০ সাল। পি সি সরকার জুনিয়র ভ্যানিস করে দিয়েছিলেন আগ্রার তাজ মহলকে। একটি চলচ্চিত্র প্রযোজনা করেছিলেন," গিলি গিলি গে"।
অনেকে বলেন , কলকাতা বিশ্ব বিদ্যালয়ের অ্যাপ্লায়েড সাইকোলজির কৃতি ছাত্র , ভবিষ্যৎ জীবনে অধ্যাপক হলে , বহু ছাত্র- ছাত্রী উপকৃত হতেন।
 

মন্তব্যসমূহ