উত্তরবঙ্গের দিন প্রতিদিন

এই মুহূর্তের খবর ঝলকঃ
শিলিগুড়ির একটি বাড়ি থেকে পাওয়া গেল মানুষের মাথার খুলি , চাঞ্চল্য এলাকায়  


নিজস্ব সংবাদদাতা, শিলিগুড়ি, ২৯ জুলাইঃ চারিদিকে চলছে কড়া লক ডাউন। তার মাঝে শিলিগুড়ির একটি বাড়ি থেকে মানুষের মাথার খুলি ও হাড় পাওয়া কে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল। এই হাড় কোথা থেকে এল। সেটা নিয়েও চলছে ধন্দ্ব। 
শিলিগুড়ির আঠেরো নং ওয়ার্ডের বাসিন্দা ভিক্টর চক্রবর্তীর বাড়ি থেকে দুটি মাথার খুলি এবং বেশ কিছু হার উদ্ধার করলো পুলিশ।আজ সকালে শিলিগুড়ির আঠেরো নং ওয়ার্ডে এই ঘটনা ঘটে।খবর পেয়ে ওয়ার্ড কোয়ার্ডিনেটার নিখিল সাহানী ঘটনাস্থলে ছুটে যান,পৌছায় বিশাল পুলিশ বাহিনী।জানা গেছে ওই ওয়ার্ডের বাসিন্দা ভিক্টর চক্রবর্তীর বাড়ির কাজের লোক ঘর পরিষ্কার করতে গিয়ে দেখে ফেলেন ওই খুলি এবং হাড় তিনি তখন চিৎকার করে বাইরের লোক ডাকেন,ঘটনাস্থলে এসে পৌছায় পুলিশ য,এবং ওই খুলি এবং হাড়  বাজেয়াপ্ত করে নিয়ে যায়।কিভাবে ওই খুলি এবং হার আসলো তা নিয়ে জিঞ্জাসাবাদ চলছে।

মন্তব্যসমূহ