এই মুহূর্তের খবর ঝলকঃ
এক যুবকের মৃত্যু , খুনের অভিযোগে গ্রেপ্তার বন্ধু নিজস্ব সংবাদদাতা , জলপাইগুড়ি, ২৯ জুলাই ঃ এক যুবকের মৃত্যুকে কেন্দ্র করে উত্তয়াল হয়ে উঠল জলপাইগুড়ির সাহেব ঘাট এলাকা।
বন্ধুকে গলা টিপে খুন করার অভিযোগ অপর বন্ধুর বিরুদ্ধে।মৃত যুবকের নাম বিশাল রাউত(২১)।অভিযুক্তের নাম বিজয় দাস।জানা গেছে, দুই যুবকের বাড়ি জলপাইগুড়ির কিং সাহেব ঘাট সংলগ্ন তালতলায়।ইতিমধ্যেই অভিযুক্ত যুবক বিজয় দাসকে গ্রেফতার করেছে পুলিশ।
স্থানীয় সূত্রে খবর, মঙ্গলবার রাতে বিশাল ও বিজয়ের মধ্যে ঝামেলা বাঁধে।অভিযোগ সেইসময় বিশাল রাউতকে মারধর করে বিজয়।এরপর আশঙ্কাজনক অবস্থায় বিশালকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই তার মৃত্যু হয়।
এদিকে ঘটনার খবর পেয়ে কোতোয়ালি থানার আইসি বিপুল সিনহা ও জলপাইগুড়ি পৌরসভা প্রশাসনিক বোর্ডের সদস্য সৈকত চ্যাটার্জী ঘটনাস্থলে পৌঁছান।অভিযুক্ত যুবককে ঘটনাস্থল থেকেই গ্রেপ্তার করে জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ।গোটা ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন