শিলিগুড়ির গান্ধী ময়দানের পাশের রাস্তা থেকে পুলিশ পেল ৫০,০০০ টাকা
নিজস্ব সংবাদদাতা , শিলিগুড়ি, ৩১ জুলাই : মেট্রোপলিটন পুলিশের শিলিগুড়ি থানার খালপাড়া আউটপোস্ট এর অন্তর্গত এসএফ রোড গান্ধী ময়দানের পাশে রাস্তা থেকে উদ্ধার হল ৫০,০০০ টাকা। রাস্তায় এভাবে টাকা পড়ে থাকতে দেখে অবাক হয়েছে পুলিশ।
শিলিগুড়ি থানার খালপাড়া আউটপোস্ট সূত্রে জানা গিয়েছে, খালপাড়া ফাঁড়ির কর্তব্যরত পুলিশ কর্মী বিশ্বজিৎ সাহা শুক্রবার সকালে রাস্তার পাশে টাকার বান্ডিলটি পড়ে থাকতে দেখেন।এরপর তিনি ওই টাকা পথ থেকে তুলে নিজের হেফাজতে নিয়ে তা উদ্ধার করে শিলিগুড়ি থানার খালপাড়া পুলিশ ফাঁড়িতে এসে ওসি সন্দীপ দত্তকে সম্পূর্ণ বিষয়টি জানান, এবং তা জমা দেন। যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত থানায় কোনোরকম টাকা হারিয়ে যাওয়ার অভিযোগ কারো তরফ থেকে দায়ের হয়নি।
ফলে কার টাকা , বা কোথা থেকে এল এই টাকা , তা এখনো জানা সম্ভব হয় নি ।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন