দেশ বিদেশের দিন প্রতিদিন

এই মুহূর্তের খবর ঝলকঃ
 ছাত্রীদের ভার্চুয়াল ক্লাশ করতে স্মার্টফোন দিচ্ছে পাঞ্জাব সরকার 



বিশেষ প্রতিনিধি, পাঞ্জাব , ২৯ জুলাইঃ করোনার কারণে সারা দেশ জুড়ে স্কুল , কলেজ সব বন্ধ। লক ডাউনে ছাত্র-ছাত্রীদের পড়াশোনার ক্ষেত্রেও এসেছে যথেষ্ট আঘাত। ইতিমধ্যে সারা দেশে বেসরকারি স্কুলগুলিতে চালু হয়েছে দূরভাষে পড়াশোনা। যেটাকে বলা হচ্ছে ভার্চুয়াল ক্লাশ। কিন্তু সরকারি স্কুলের ক্ষেত্রে নানা অসুবিধা থাকায় এটা সম্ভব হচ্ছে না । এর মুল কারণ , সরকারি স্কুলের ছাত্র বা ছাত্রীদের সিংহ ভাগের কাছে একটা স্মার্ট ফোন নেই। বা বাড়িতে নেই ইন্টারনেট পরিষেবা। অন্য দিকে দামি স্মার্টফোন কেনার ক্ষমতাও নেই  সিংহ ভাগ ছাত্র ছাত্রীদের। এমতাবস্থায় পাঞ্জাব সরকার এক অভিনব পদক্ষেপ নিতে চলেছে। সংবাদ সংস্থাকে দেওয়া এক খবরে সরকারের তরফ থেকে কিছুতা হলেও এই সমস্যা দূর করার চেষ্টা চলছে। পাঞ্জাব মুখ্যমন্ত্রীর দফতর থেকে ওই সংবাদ সংস্থাকে জানানো হয়েছে , প্রাথমিক ভাবে পাঞ্জাবের একাদশ ও দ্বাদশ শ্রেণির ছাত্রীদের হাতে সরকারের পক্ষ থেকে তুলে দেওয়া হবে স্মার্টফোন। সেটার মাধমেই চলবে পড়াশোনা। বিশেষ করে ভার্চুয়াল ক্লাশ। আরো জানানো হয়েছে, এই মুহূর্তে ৫০ হাজার ছাত্রীকে দেওয়া হচ্ছে এই স্মার্টফোন। তবে ছাত্রদের কবে দেওয়া হবে , সে বিষয়ে জানা যায়নি।  

মন্তব্যসমূহ