উত্তরবঙ্গের দিন প্রতিদিন

এই মুহূর্তের খবরের ঝলকঃ

আজকের কড়া লক ডাউনে শিলিগুড়ি একেবারে বন্ধের চেহারায় 


নিজস্ব সংবাদদাতা , শিলিগুড়ি , ২৯ জুলাইঃ গত লড়া লক ডাউনে সামান্য হলেও রাস্তায় মানুষজনের দেখা মিলেছিল । চোরাগোপ্তা দু একটি দোকান খলার চেষ্টাও হয়েছিল।  শিলিগুড়িতে আজ সকাল থেকেই শিলিগুড়িতে লকডাউনের কারণে  রাস্তায় লোকজন একেবারে নেই  বললেই চলে,আজ শিলিগুড়ির নানা জায়গা  লকডাউনের,আজ শিলিগুড়ির বিভিন্ন এলাকায় দোকানপাট ছিলো একেবারেই বন্ধ,বাজার বলতে কিছুই ছিলো না,কোথাও বসেও নি বাজার,আগের থেকে জানবার কারণে আজ লোকজনও বাইরে বিশেষ দেখা যায় নি।শিলিগুড়ির বিভিন্ন এলাকাতে পুলিশের কড়া পাহাড়া থাকায় লোকজন বাইরে বের হতে সাহস করেন নি,শিলিগুড়ির নানা জায়গা থেকে করোনা আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় আতঙ্ক ছড়িয়েছে মানুষের মধ্যে সবচাইতে বেশী।ভারতনগর,দেশবন্ধুপাড়া,হাকিমপাড়াতে তড়তড়িয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা।তাই লকডাউনকে মেনে নিয়েই চলেছেন শিলিগুড়ির মানুষ।এককথায় লকডাউনকে সম্পুন করতে মরিয়া শিলিগুড়ির মানুষ।শিলিগুড়িতে মাসের শেষের এই লকডাউনকে পূর্ন সমর্থন করছে কিছু রাজনৈতিক দলও।আনেক নেতাদের মতে কোনভাবেই যখন আটকানো যাচ্ছিলো না করোনা আক্রান্তের সংখ্যা তখন একমাত্র চেন ভাঙতে একমাত্র অস্ত্র ছিলো লকডাউন।শিলিগুড়ির বিভিন্ন জায়গাতে বাজারের ভীড় নিয়েও অনেকের অভিযোগ ছিলো,তাই এই লকডাউনে বাজারের ভীড় আটকাতেও মরিয়া ছিলো প্রশাসন।শিলিগুড়ির বেশ কিছু এলাকায় লকডাউনে ভীড় নিয়ে অভিযোগ ছিলো মানুষের,এই লকডাউনে সেটা কমায় খুশি সাধারণ মানুষ।মাসের শেষের এই লকডাউন নিয়ে অনেকটাই সতর্ক শিলিগুড়ি শহর।

মন্তব্যসমূহ