এই মুহূর্তের খবর ঝলকঃ
চুরি যাওয়া লক্ষাধিক টাকার মোবাইল ফোন উদ্ধার করল রাজগঞ্জ থানার পুলিশ , আটক ১
নিজস্ব সংবাদদাতা , জলপাইগুড়ি, জুলাই: চুরি যাওয়া লক্ষাধিক টাকার মোবাইল ফোন ও মোবাইল ফোনের বিভিন্ন সামগ্রী উদ্ধার করলো জলপাইগুড়ির রাজগঞ্জ থানার পুলিশ। চুরির অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে এক ব্যক্তিকে। গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম আসিনুল ইসলাম। ধৃতকে ৪ দিনের পুলিশি হেপাজতে নিয়েছে রাজগঞ্জ থানার পুলিশ।
পুলিশ সুত্রে খবর গত ১৩ জুলাই জলপাইগুড়ি রাজগঞ্জের সন্যাসীকাটা গ্রামপঞ্চায়েতের জমিদার পাড়া এলাকায় একটি মোবাইলের দোকানে চুরি হয়। এই চুরির ঘটনার তদন্ত শুরু করে সিআই সদর দীপজ্বল ভৌমিকের নেত্বিতে রাজগঞ্জ থানার পুলিশ। গতকাল গভীররাতে অভিযান চালিয়ে ওই একই এলাকা থেকে এক জনকে গ্রেপ্তার করে পুলিশ। ধৃতের নাম আসিনুল ইসলাম। ধৃতকে জেরা করে পুলিশ ধৃতের বাড়ি থেকে চুরি যাওয়া মোবাইল দোকানের প্রায় সমস্ত মোবাইল ও মোবাইলের বিভিন্ন সামগ্রী উদ্ধার করে। উদ্ধার হওয়া মোবাইল ও বিভিন্ন সামগ্রীর মাজার মুল্য লক্ষাধিক টাকা বলে যানাগেছে। আজ ধৃত আসিনুলকে জলপাইগুড়ি জেলা আদালতে তোলে হয় রাজগঞ্জ থানার পুলিশের আধিকারিকরা। ধৃতকে ৭দিনের পুলিশের হেপাজতে নেওয়ার জন্য আদালতে আবেদন করে পুলিশ। আদালত ধৃত আসিনুলকে ৪ দিনের পুলিশ হেপাজতের নির্দেশ দিয়েছে। পুলিশ যানিয়েছে ধৃত আসিনুল ইসলামকে জেরা করে এই চক্রের মুল পান্ডারখোজে তল্লাশি শুরু করেছে রাজগঞ্জ থানার পুলিশ।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন